উত্তর : ‘যদি স্ত্রীর মত স্বামীও ছালাত ত্যাগকারী হয় সেক্ষেত্রে তাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়বে না। যেহেতু তারা দু’জনেই কাফির। তাই অন্যান্য কাফির ও মুশরিক দম্পতির মত তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে পারবে। কিন্তু যদি তাদের একজন ছালাত আদায় করে আর অপরজন না করে এমতাবস্থায় তাদের বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা সঠিক হবে না। বরং তার স্ত্রীকে এক ত্বালাক্ব দিয়ে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করা অপরিহার্য। অথবা কোন ইসলামিক বিচারকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করিয়ে নিবে। কেননা ছালাত ত্যাগকারী স্ত্রী কোন মুসলিম স্বামীর জন্য বৈধ নয়। কিন্তু যদি স্ত্রী তওবাহ করে এবং ছালাত আদায় করতে আরম্ভ করে, সেক্ষেত্রে স্বামী তাকে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। তবে তওবাহ ছাড়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
– সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা বিন বায আন-নজদী (১৯১০-১৯৯৯খৃ.) রাহিমাহুল্লাহ
ফাতাওয়া নূরুন আলাদ দারব
খন্ড : ২০
পৃষ্ঠা : ৩২৮-৩৩১ ও ৩৪১
মাজমূঊ ফাতাওয়া
খন্ড : ২৮
পৃষ্ঠা : ১০৯
– সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা বিন বায আন-নজদী (১৯১০-১৯৯৯খৃ.) রাহিমাহুল্লাহ
ফাতাওয়া নূরুন আলাদ দারব
খন্ড : ২০
পৃষ্ঠা : ৩২৮-৩৩১ ও ৩৪১
মাজমূঊ ফাতাওয়া
খন্ড : ২৮
পৃষ্ঠা : ১০৯