"আপনি যদি এমন কাউকে পান, যে হিকমাহ-কে ভয় বলে, সহিষ্ণুতাকে দুর্বলতা মনে করে, ধৈর্যশীলতাকে লাঞ্ছনা ভাবে, সৌজন্যতাবোধকে নিফাকী বলে, দৃঢ়তাকে অস্থিরতা মনে করে এবং ইনসাফকে তাময়ী' তথা মিশ্রণ ভাবে, তাহলে তাকে এড়িয়ে চলুন। কারণ সে একজন আহম্মক।"
শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।
শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ।