‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

অন্যান্য সুন্নাহ দ্বারা প্রমাণিত কাবীরা গুনাহ

Habib Bin Tofajjal

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
688
Comments
1,217
Solutions
17
Reactions
6,634
Credits
5,445
কাবীরা গুনাহ ও সগীরা গুনাহর কোনো সীমাবদ্ধতা নেই। সুন্নাহ দ্বারা (হাদীসে উল্লেখিত) সুস্পষ্টভাবে প্রমাণিত কাবীরা গুনাহ ১৩ টি । যথা-

(১) আল্লাহর সাথে শরীক করা।​
(২) পিতা-মাতার অবাধ্য হওয়া​
(৩) মিথ্যা সাক্ষ্য দেয়া।​
(৪) অন্যায়ভাবে মানুষ হত্যা করা।​
(৫) যাদু করা।​
(৬) ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা।​
(৭) সুদ খাওয়া।​
(৮) যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা।​
(৯) সতী সাধ্বী মুমিনা নারীকে মিথ্যা অপবাদ দেয়া।​
(১০) মিথ্যা শপথ করা।​
(১১) পিতা-মাতাকে গালি দেয়া।​
(১২) সন্তান হত্যা করা।​
(১৩) প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা।​

কুরআন ও সহীহ হাদীসে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি এমন অনেক গুনাহ রয়েছে যা কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। সেগুলোর অধিকাংশই অনিষ্টকর হিসাবে প্রচলিত অথবা প্রমাণিত কাবীরা গুনাহের উপর কিয়াস /তুলনা করা হয়েছে অথবা যেগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে অথবা অভিসম্পাত করা হয়েছে। অনুরূপ যেগুলো আল্লাহ ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন।

১. সহীহ বুখারী হা/২৭৬৬, সহীহ মুসলিম হা/৮৬, ৮৭, ৮৯, ৯০, তিরমিযী হা/৩০২১।
 
COMMENTS ARE BELOW

Share this page