শাইখুল ইসলাম আবু ইসমাঈল আল হারাউই বলেন, আমি আবু ইয়াকুবকে বলতে শুনেছি তিনি বলেন, আমি আল খালিল বিন আহমাদকে বলতে শুনেছি তিনি বলেন, আবুল হুসাইন আত-তাবাসি বলেন,
আমি আবু সাঈদ আল ইস্তাখরি (রহঃ) কে বলতে শুনেছি (যখন) একজন লোক তার কাছে এসে প্রশ্ন করলো, হাড় দিয়ে ইস্তিঞ্জা করা কি জায়েজ?
তিনি (রহঃ) বললেন, না
তখন সেই লোকটি প্রশ্ন করলো, কেন?
তিনি (রহঃ) বললেন, কেননা রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য।¹
তখন সেই লোকটি প্রশ্ন করলো, কে শ্রেষ্ঠ মানুষ নাকি জ্বীন ?
তিনি (রহঃ) বললেন, মানুষ।
সেই লোকটি জবাবে বললো, তাহলে পানি দ্বারা ইস্তিঞ্জা করা জায়েজ কেন, যেহেতু পানিতো মানুষের প্রয়োজনিও (খাদ্য)?
তখন তিনি (অর্থাৎ আবু সাঈদ) লোকটির দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে ঘাড় ধরে বললেন, হে জিন্দিক! তুমি আল্লাহর রাসুলের (সাঃ) বিরোধিতা করছ!?
এবং তিনি (রহঃ) লোকটিকে (গলা চিপে) শ্বাসরোধ করতে লাগলেন, আমি (বর্ণনাকারী) যদি লোকটিকে উদ্ধার না করতাম, তাহলে তিনি (রহঃ) হয়তো তাকে হত্যা করে ফেলতেন।
(ধাম আল কালাম ওয়া আহলিহি #১২৫৮, আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন উসমান আল আনসারি এবং যুবায়ের আলি যাঈ সনদকে হাসান বলেছেন। তাহক্বীকী ইসলাহি অওর ইলমি মাকালাত ২/৫৬৮)
অনুবাদকের ফুটনোট :
¹ হাদিসটি সহীহ, সুনান আত-তিরমিজি (#১৮), শাইখ আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন। এবং শাইখ যুবায়ের আলি যাঈ মিশকাতুল মাসাবিহের (#৩৫০) তাহক্বীকে একে সহীহ বলেছেন।
আমি আবু সাঈদ আল ইস্তাখরি (রহঃ) কে বলতে শুনেছি (যখন) একজন লোক তার কাছে এসে প্রশ্ন করলো, হাড় দিয়ে ইস্তিঞ্জা করা কি জায়েজ?
তিনি (রহঃ) বললেন, না
তখন সেই লোকটি প্রশ্ন করলো, কেন?
তিনি (রহঃ) বললেন, কেননা রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য।¹
তখন সেই লোকটি প্রশ্ন করলো, কে শ্রেষ্ঠ মানুষ নাকি জ্বীন ?
তিনি (রহঃ) বললেন, মানুষ।
সেই লোকটি জবাবে বললো, তাহলে পানি দ্বারা ইস্তিঞ্জা করা জায়েজ কেন, যেহেতু পানিতো মানুষের প্রয়োজনিও (খাদ্য)?
তখন তিনি (অর্থাৎ আবু সাঈদ) লোকটির দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে ঘাড় ধরে বললেন, হে জিন্দিক! তুমি আল্লাহর রাসুলের (সাঃ) বিরোধিতা করছ!?
এবং তিনি (রহঃ) লোকটিকে (গলা চিপে) শ্বাসরোধ করতে লাগলেন, আমি (বর্ণনাকারী) যদি লোকটিকে উদ্ধার না করতাম, তাহলে তিনি (রহঃ) হয়তো তাকে হত্যা করে ফেলতেন।
(ধাম আল কালাম ওয়া আহলিহি #১২৫৮, আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন উসমান আল আনসারি এবং যুবায়ের আলি যাঈ সনদকে হাসান বলেছেন। তাহক্বীকী ইসলাহি অওর ইলমি মাকালাত ২/৫৬৮)
অনুবাদকের ফুটনোট :
¹ হাদিসটি সহীহ, সুনান আত-তিরমিজি (#১৮), শাইখ আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন। এবং শাইখ যুবায়ের আলি যাঈ মিশকাতুল মাসাবিহের (#৩৫০) তাহক্বীকে একে সহীহ বলেছেন।