সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
সালাফি ফোরামে নতুন, পুরাতন বই ক্রয়-বিক্রয় করুন

নোটিশ সালাফি ফোরামে নতুন, পুরাতন বই ক্রয়-বিক্রয় করুন

SalafiForum

Administrator

Forum Staff
Salafi User
Threads
0
Comments
223
Reactions
2,492
Credits
319
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
বই বিক্রেতাদের জন্য সুসংবাদ। আপনারা চাইলে এখন সালাফি ফোরামে বই বিক্রির জন্য পোস্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ সালাফি ফোরামে প্রতিমাসে শুধুমাত্র Google থেকেই সার্চ করে ১৪-১৬ হাজার মানুষ ভিজিট করে। আপনার বুকশপের প্রচারণার জন্যে হলেও এখানে বই বিক্রির পোস্ট করতে পারেন ইনশাআল্লাহ।

চলুন জেনে নেই কীভাবে পোস্ট করবেন।
১। এই সেলার জোন সেকশনে চলে যান।
২। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন

SalafiForum Sellers.webp


  • উপরের Thread Title বক্সে বইয়ের নাম | আপনার বুকশপের নাম দিবেন।
  • ডেসক্রিপশন বক্সে বইটি সম্পর্কে কিছু কথা লিখে দিবেন।
  • এরপর নিচের বক্সগুলো পর্যায়ক্রমে বাংলায় ফিল-আপ করে Attach files এ ক্লিক করে বইয়ের ছবি এবং আপনার প্রচারণার জন্য ছবি এড করে পোস্ট করে দিবেন।
ব্যাস আপনার কাজ শেষ। আপনাকে আলাদাভাবে কোনো ডিজাইন করতে হবেনা। ডিজাইন নিজে নিজেই হয়ে যাবে।

উদাহরণ হিসেবে নিচের স্ক্রিনশট দেখুন -

Book selling preview.webp


পোস্টটি সরাসরি দেখতে পাবেন এখানে - ফাহমুস সালাফ | ডেমো বুকশপ



কমন কিছু জিজ্ঞাসা ও জবাব।

ক্রেতারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবে?
-
ক্রেতারা আপনার সাথে উক্ত পোস্টের কমেন্টে কমেন্ট করে যোগাযোগ করতে পারে। অথবা ম্যাসেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারে।

পেমেন্ট কীভাবে নিবো?
-
আপনারা আপনাদের মতো করে যোগাযোগ করে পেমেন্ট নিবেন ও কুরিয়ার করবেন।

এখান থেকে প্রতারিত হলে সালাফি ফোরাম কোনো দায় নিবে?
-
না, নিবেনা। আমরা এখানে ক্রেতা ও বিক্রেতাদের একটা যোগসূত্র স্থাপন করে দিচ্ছি মাত্র এখানে আমরা কারো দায় বহন করবো না কেননা এখানে আমাদের মাধ্যেমে কোনো লেনদেন সম্পন্ন হয়না।

Trusted Seller ব্যাজ কীভাবে পাবো?
-
ট্রাস্টেড সেলার ব্যাজ পেতে আপনার সেল পোস্টে ক্রেতার বই প্রাপ্তির ছবি ও রিভিউ থাকতে হবে ও উক্ত প্যাকেজিং ছবি কিংবা বুকিং স্লিপ প্রমাণ হিসেবে আপনাকে উক্ত পোস্টের কমেন্ট বক্সে অথবা আমাদের সাপোর্টে পোস্ট করে জানাতে হবে। এভাবে মিনিমাম ৫ জন্য ক্রেতার রিভিউ পেলেই আপনাকে Trusted Seller ব্যাজটি দেওয়া হবে ইনশাআল্লাহ।

প্রো টিপস: আপনি চাইলে আমাদের শর্ট পিডিএফ সেকশনে বইটির শর্ট PDF আপলোড করে সেটার লিংক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন এবং শর্ট PDF আপলোডের সময় সেখানেও পার্চেস লিংক এড করে দিতে পারেন।

**সেল পোস্টে পিডিএফ চাওয়া নিষিদ্ধ।

বারাকুমুল্লাহু ফীকুম।
 

Attachments

  • Sell On SalafiForum.com.webp
    Sell On SalafiForum.com.webp
    1.1 MB · Views: 37

Burhan Uddin

Member

Threads
4
Comments
7
Reactions
46
Credits
72
বই কেনার ইচ্ছা থাকে কিন্তু টাকার জন্য কেনা হয়ে উঠেনা । আপনাদের পুরাতন বই বিক্রির বিষয়টা খুবই ভাল যেখানে আশা করছি কম দামে পাওয়া যাবে ।
 
Top