• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রবন্ধ সালাফদের সালাতের একাগ্রতা, মনোযোগ ও ওয়াক্ত অনুযায়ী সালাত আদায়ের প্রতি তাদের গুরত্বারোপ

ইমাম আবু দাউদ আল সিজিস্তানি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন,

ছাবিত আল বানানী বলেছেন,

ইবনু জুবায়ের এক জায়গায় সালাত আদায়কালে আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি একটা স্থির গাছের ন্যায় দাঁড়িয়ে ছিলেন বা এমন অটল পাথরের ন্যায় যা জায়গা থেকে নড়ে না এমন (অটল)।

حدثنا أبو داود قال: نا ابن عبيد، قال: نا حماد، عن ثابت، قال: كنت أمر بابن الزبير وهو يصلي خلف المقام، كأنه خشبة منصوبة، أو حجر منصوب لا يتحرك.

[কিতাবুয যুহদ লি আবি দাউদ, আছার ৩৭০ নং, ৩২৫ পৃঃ।]

ইবনুল মুনকাদির বলেন,

আমি ইবনু যুবায়েরকে সালাত আদায় করতে দেখলে বলতাম -

সে এমন এক গাছের ডালের ন্যায় যা বাতাসের ঝাপটা খেয়ে যাচ্ছে, আর পাথর বর্ষিত হচ্ছে এখানে সেখানে তবুও তার পরোয়া করছে না।

لو رأيت ابن الزبير وهو يصلى لقلت غصن شجرة يصفقها الريح، إن المنجنيق ليقع هاهنا وهاهنا ما يبالي.

[হিলইয়াতুল আউলিয়া ওয়া তবাক্বাতুল আসফিয়া, ১/৩৩৫, মাকতাবুশ শামিলা]

ইমাম আহমাদ বর্ণনা করেছেন,

حدثنا عبد الله، حدثنا أبي، حدثنا النضر بن شميل، حدثنا سليمان الأعمش، عن يحيى بن وثاب، أن ابن الزبير، كان يسجد حتى تنزل العصافير على ظهره لا تحسبه إلا جذم حائط

তিনি (ইবনু যুবায়ের) ততক্ষণ অবধি সিজদায় থাকতেন যতক্ষণ না কোনো পাখি তার পিঠে এসে বসতো আর তাকে একটা দেয়ালের অংশবিশেষ ব্যতীত অন্য কিছু মনে করতো না।

আয যুহদ লি আহমাদ বিন হাম্বল, আছার নং ১১১৪, পৃঃ ১৬৪, মাকতাবুশ শামিলা।

ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন,

একদিন ইমাম বুখারী সালাত আদায়কালে একটি ভিমরুল তাকে সতেরো বার কামড়ায়, তিনি সালাত শেষ করে বলেন, দেখো তো কীসে আমাকে সালাতের মাঝে এমন কষ্ট দিলো?

তারা দেখতে পেলো ভীমরুলটি তাকে সতেরো জায়গায় কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে, তারপরেও তিনি সালাত ভঙ্গ করেননি।

كان محمد بن إسماعيل البخاري ذات يوم يصلي فلسعه الزنبور سبع عشرة مرة فلما قضى صلاته قال انظروا أي شيء هذا الذي آذاني في صلاتي فنظروا فإذا الزنبور قد ورمه في سبعة عشر موضعا ولم يقطع صلاته

[ফাতহুল বারী লি ইবন হাজার, ১ম খণ্ড, ৪৮০-৪৮১ পৃঃ]

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহীহ বুখারীতে একটা হাদিস এনেছেন, যার বাব এর শিরোনামে লিখেছেন -

باب تَضْيِيعِ الصَّلاَةِ عَنْ وَقْتِهَا

ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় না করে তা নষ্ট করা।

এর অধীনে তিনি এই হাদিসটি এনেছেন আনাস বিন মালিক রাঃ থেকে -

ما أعرف شيئا مما كان على عهد النبي صلى الله عليه وسلم‏.‏ قيل الصلاة‏.‏ قال أليس ضيعتم ما ضيعتم فيها‏.‏

তিনি বলেন, আজকাল কোনো জিনিসই সে অবস্থায় পাই না, যেমনটা নবী (ﷺ) -এর যুগে ছিল। জনৈক লোক বললো, সালাত?! (আগের মতোই আছে বুঝাতে)

তিনি বললেন, সে ক্ষেত্রেও যা নষ্ট করার ছিল তা-কি তোমরা করনি?

সহিহ বুখারী ৫২৯ (ইন্টাঃ)

অর্থাৎ ওয়াক্ত পেরোনো পরে সালাত আদায় করা। এই হাদিসের ব্যাখায় ইবনে হাজার আসকালানী রাহিঃ ছাবিত আল বানানীর বর্ণনা করা আছার এর উল্লেখ্য করেছেন ফাতহুল বারী তে -

وروى بن سعد في الطبقات سبب قول أنس هذا القول فأخرج في ترجمة أنس من طريق عبد الرحمن بن العريان الحارثي

ইবন সা'দ তবাক্বাতুল কুবরা তে আনাস এর এরূপ বলার কারণ বর্ণনা করেছেন। তিনি আব্দুর রহমান বিন আল আরিয়ান আল হারিছী সূত্রে আনাস থেকে এই তর্জমা যুক্ত করেছেন।

ফাতহুল বারী ২য় খণ্ড, ১৩ পৃঃ

ইবন সা'দ বর্ণনা করেছেন,

ছাবিত আল বানানী বলেন, আমি জুমআর দিনে আনাস বিন মালিক এর সাথে ছিলাম। হাজ্জাজ সালাত বিলম্বিত করলেন। তাই আনাস উঠে দাঁড়ালেন তার সাথে কথা বলতে চেয়ে কিন্তু তার ভাই ও শুভাকাঙ্ক্ষীরা তাকে বিরত রাখলো।
তারা বললো, আমরা তোমার ও তোমার ছেলের জানের ভয় করি। তারা বাধা দিতে থাকলো যতক্ষণ না তাকে নিজের মত থেকে পিছু হটাতে পারলো।
বর্ণনাকারী বলেন, তিনি বাহনে চড়ে উঠে এক কোণার দিকে অগ্রসর হলেন। চলতে চলতে বলতে লাগলেন, ওয়াল্লাহি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লালাহু ব্যতীত আমাদের মাঝে এখন এমন কিছুই জানি না যেটা রাসূলের ﷺ যুগে ছিল।

এক লোক তাকে বললো, তাহলে সালাতও কী, হে আবু হামযাহ? তিনি বললেন, তুমি যোহরের সালাত সূর্যাস্তের সময় আদায় করেছো, এটা কি রাসূল ﷺ এর সালাত ছিল!?

سمعت ثابتا البناني قال: كنا مع أنس بن مالك يوم الجمعة قال، فأخر الحجاج الصلاة قال فقام أنس وهو يريد أن يكلمه فنهاه إخوانه ومن يشفق عليه، قالوا: إنا نخافه عليك وعلى ولدك، قال: فما زالوا به حتى صرفوه عن رأيه.
قال: فخرج فركب دابته وانطلق نحو الزاوية قال: فقال في مسيره ذاك: والله ما أعرف شيئا مما كنا عليه على عهد النبي، - صلى الله عليه وسلم -، إلا شهادة أن لا إله إلا الله، فقال له رجل: فالصلاة يا أبا حمزة، قال: قد صليتم الظهر عند المغرب أفتلك كانت صلاة رسول الله، - صلى الله عليه وسلم -!

ত্ববাকাতুল কুবরা, ৫ম খণ্ড, ৩৪০ পৃ.

লেখা - সাফিন চৌধুরী।

© The Ideology Of Salaf - সালাফদের মতাদর্শ (Facebook)
 
Top