হামদূন আল-ক্বাছ্ছার (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হল, সালাফদের কথাগুলো আমাদের কথার তুলনায় এত অধিক উপকারী হয় কেন? তিনি বললেন, ‘কেননা তাঁরা ইসলামের মর্যাদার কথা বলতেন ও দয়াময়ের সন্তুষ্টি কামনা করতেন। আর আমরা আমাদের নিজেদের মর্যাদার কথা বলি, দুনিয়াবী ভোগ-সামগ্রী উপার্জনের কথা বলি ও জনগণের সন্তুষ্টি কামনা করি’।
[ছিফাতুছ ছাফওয়াহ, ২য় খণ্ড, পৃ. ১২২]
[ছিফাতুছ ছাফওয়াহ, ২য় খণ্ড, পৃ. ১২২]