ইবরাহীম আত-তায়মী রাহিমাহুল্লাহ বলেন, 'মুখলিস হলো সেই, যে তার খারাপ আমলের ন্যায় নেক আমলগুলোকেও লুকিয়ে রাখে।'
আশ-শাবী রাহিমাহুল্লাহ বলেন, ‘আলিমদের নীতি ছিলো, তারা কোনো কিছু শিখলেই সে অনুযায়ী আমল করতেন। আর আমল করলে তারা লোকচক্ষুর আড়ালে নিভৃতে করতেন; লোকালয়ে তাদের দেখা মিলত না। লোকালয়ে তাদের দেখা না মিলার কারণে লোকজন তাদের খুঁজে বেড়াত। আর লোকেরা যখন তাদের খুঁজতে শুরু করতো, তখন তারা দ্বীন পালনে ফিতনার ভয়ে গা ঢাকা দিতেন।’’ [তামবীহুল মুখতারিবীন, পৃ: ৭]
আশ-শাবী রাহিমাহুল্লাহ বলেন, ‘আলিমদের নীতি ছিলো, তারা কোনো কিছু শিখলেই সে অনুযায়ী আমল করতেন। আর আমল করলে তারা লোকচক্ষুর আড়ালে নিভৃতে করতেন; লোকালয়ে তাদের দেখা মিলত না। লোকালয়ে তাদের দেখা না মিলার কারণে লোকজন তাদের খুঁজে বেড়াত। আর লোকেরা যখন তাদের খুঁজতে শুরু করতো, তখন তারা দ্বীন পালনে ফিতনার ভয়ে গা ঢাকা দিতেন।’’ [তামবীহুল মুখতারিবীন, পৃ: ৭]
- সালাফদের আখলাক (আযান প্রকাশনী)