সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Mahmud ibn Shahidullah

সালাত সালাতের সময় কোন্ কোন্ সূরা ও আয়াতের জবাব প্রদান করতে হবে?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,431
Credits
2,602
যেসকল সূরা ও আয়াাতের জবাব প্রদান করতে হয় যেগুলো হল-

(ক) সূরা আ‘লার প্রথম আয়াত পাঠ করলে বলবে سُبْحَانَ رَبِّىَ الْأَعْلَى (সুবহা-না রব্বিয়াল আ‘লা) (আবূ দাঊদ, হা/৮৮৩, ১/১২৮ পৃ., সনদ সহীহ; মিশকাত, হা/৮৫৯, ‘সালাতে ক্বিরাআত’ অনুচ্ছেদ)।

(খ) সূরা ক্বিয়ামাহ-এর শেষে বলবে سُبْحَانَكَ فَبَلَى (সুবহা-নাকা ফা বালা) (আবূ দাঊদ, হা/৮৮৪, ১/১২৮ পৃ., সনদ সহীহ)।

(গ) সূরা রহমানের আয়াত ‘ফাবি আইয়ি আ-লা-ই রাব্বিকুমা তুকায্যিবা-ন’-এর জবাবে বলবে, لَا بِشَىْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ (লা বিশাইয়িম মিন নি‘আমিকা রব্বানা নুকায্যিবু ফালাকাল হাম্দ) (তিরমিযী, হা/৩২৯১, ২/১৬৪ পৃ., ‘সূরা রহমানের তাফসীর’ অনুচ্ছেদ, সনদ হাসান; মিশকাত, হা/৮৬১; সহীহাহ, হা/২১৫০)।

(ঘ) সূরায়ে গাশিয়া-র শেষে اَللّٰهُمَّ حَاسِبْنِىْ حِسَابًا يَسِيْرًا (আল্ল-হুম্মা হা-সিবনী হিসা-বাঁই ইয়াসীরা) বলা যায় (আহমাদ, হা/২৪২৬১; সহীহ ইবনে হিব্বান, হা/৭৩২৮, সনদ সহীহ; মিশকাত, হা/৫৫৬২)।

উল্লেখ্য, হাদীসে সূরা গাশিয়া উল্লেখ নেই। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন সালাতে এভাবে বলতেন। সালাতের মধ্যে কুরআন তেলাওয়াতের সময় হিসাব নেয়ার কথা আসলে এটা বলা যাবে। উত্তম হল নফল সালাতে বলা (আলবানী, তামামুল মিন্নাহ, পৃ. ১৮৫)।
তবে যেকোন সালাতে শেষ তাশাহহুদে বসে দরূদের পর পড়া যাবে (মুসনাদে আহমাদ, হা/২৪২৬১; সহীহ ইবনে হিব্বান, হা/৭৩২৮, সনদ সহীহ; মিশকাত, হা/৫৫৬২; ছিফাতু সালাতিন নবী, পৃ. ১৮৪)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Top