সহীহ আকিদা ও মানহাজ মানে মেল এমন মানবিক বিশ্বাস ও অনুসরণ যার সূত্র সহিহ হলো আল্লাহর কথা, আল্লাহর রাসূলের সূত্র এবং সালাফে সালেহীনের চর্চার সূত্র। সহীহ আকিদা হলো স্বীকৃত একটি প্রামাণিক আকিদার ধারণা, যা কোনো বিপদসমূহ, ভুল ধারণা বা অনুসরণ থেকে পরিত্রাণ দেয়। এর মাধ্যমে ব্যক্তিরা সঠিক আকিদা এবং মানহাজ বিষয়ে সঠিক পরিচয় এবং অংশগ্রহণ করতে পারে।