কর, শুল্ক বা রাজস্ব হিসাবে যাকাতের টাকা প্রদান করা যাবে না। কেননা যাকাত একটি ইবাদত এবং ইসলামের রুকনসমূহের মধ্যে একটি অন্যতম রুকন। এটি বণ্টন করার জন্য শরী‘আত সম্মত কিছু নির্দিষ্ট খাত আছে, যা মেনে চলা আবশ্যক। উপরন্তু ট্যাক্স হল, একটি আর্থিক জরিমানা, যা কখনোই যাকাতের খাত হিসাবে বিবেচিত হয় না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩১৬-৩১৭, ৯/২৮৫ ও ৪২৩; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৮/৪৮৪-৪৮৬; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফাতাওয়া নং-৫২৮১০)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: