আমরা তো জানি জুম্মার সালাত থেকে বিরত থাকার একটি কারণ। আর তা হলো উযর।
উযর হলো- ভয়ভীতিকর অবস্থা ও এমন রোগাক্রান্ত থাকা, যা সালাতে হাজির হতে অক্ষম বানিয়ে দেয়।
তাছাড়া প্রচণ্ড শীত ও বৃষ্টি হলে (বুখারী: ৬৬৪, ৬৬৬; ইফা ৬৩১, ৬৩৩; আধুনিক: ৬২৪, ৬২৬)।
এরূপ উযর থাকলে জুমু'আও মাফ হয়ে যায়।
মুসাফির ব্যক্তির ওপর জুমার নামাজ ফরজ না।
সেহিসেবে মুসাফিরের জন্য জুমার নামাজ আবশ্যক নয়।
তবে যদি সফরের ক্লান্তি, যানবাহনের সমস্যা বা এজাতীয় কোনো সমস্যা না থাকে তাহলে যথাসম্ভব জুমার নামাজে শরীক থাকতে চেষ্টা করবে। সেক্ষেত্রে তার জন্য আলাদা কোনো নিয়ম নেই।
সফরে জুম্মার ছালাত সম্পর্কে যে পোস্টটি করেছেন এটির ক্ষেত্রে হাদিস উল্লেখ পূর্বক বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ।