যদি কোনো মানুষ সফরে জুমার নামাজ পড়েন, তাহলে তার নামাজ বাতিল হবে। তাকে যুহরের নামাজ পুনরাবৃত্তি করতে হবে এবং সেটা কসর হিসেবে। কেননা মুসাফির জুমআ পালনকারীগণের অন্তর্ভুক্ত নয়।
– সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য শাইখ ইবনু উসাইমীন, শারহুল মুমতি : ৫/১২
– সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য শাইখ ইবনু উসাইমীন, শারহুল মুমতি : ৫/১২