সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত সফরে জুমআর নামাজ পড়লে তা বাতিল হবে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,473
Credits
4,277
যদি কোনো মানুষ সফরে জুমার নামাজ পড়েন, তাহলে তার নামাজ বাতিল হবে। তাকে যুহরের নামাজ পুনরাবৃত্তি করতে হবে এবং সেটা কসর হিসেবে। কেননা মুসাফির জুমআ পালনকারীগণের অন্তর্ভুক্ত নয়।

– সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য শাইখ ইবনু উসাইমীন, শারহুল মুমতি : ৫/১২
 
COMMENTS ARE BELOW
Threads
0
Comments
1
Reactions
1
Credits
106
আমরা তো জানি জুম্মার সালাত থেকে বিরত থাকার একটি কারণ। আর তা হলো উযর।


উযর হলো- ভয়ভীতিকর অবস্থা ও এমন রোগাক্রান্ত থাকা, যা সালাতে হাজির হতে অক্ষম বানিয়ে দেয়।

তাছাড়া প্রচণ্ড শীত ও বৃষ্টি হলে (বুখারী: ৬৬৪, ৬৬৬; ইফা ৬৩১, ৬৩৩; আধুনিক: ৬২৪, ৬২৬)।

এরূপ উযর থাকলে জুমু'আও মাফ হয়ে যায়।


মুসাফির ব্যক্তির ওপর জুমার নামাজ ফরজ না।

সেহিসেবে মুসাফিরের জন্য জুমার নামাজ আবশ্যক নয়।


তবে যদি সফরের ক্লান্তি, যানবাহনের সমস্যা বা এজাতীয় কোনো সমস্যা না থাকে তাহলে যথাসম্ভব জুমার নামাজে শরীক থাকতে চেষ্টা করবে। সেক্ষেত্রে তার জন্য আলাদা কোনো নিয়ম নেই।


সফরে জুম্মার ছালাত সম্পর্কে যে পোস্টটি করেছেন এটির ক্ষেত্রে হাদিস উল্লেখ পূর্বক বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ।
 
Top