প্রশ্ন : হাদীসে আছে সকালে ও সন্ধ্যায় ১০ বার করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর প্রতি দুরুদ পাঠ করলে শাফায়াত পাওয়া যাবে আবার অনেক হাদিসে আছে এটা সহীহ নয়। তাহলে কোনটা ঠিক এবং আমাদের কিভাবে আমল করা উচিত?
উত্তর : সকালে ও সন্ধ্যায় ১০ বার করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতি দুরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর শাফাআত লাভের হাদীসটির সনদে ইনকিতা বা বিচ্ছিন্নতা থাকার কারণে যঈফ (দুর্বল)।
শাইখ আলবানী রাহ..প্রথমে এ হাদীসটিকে হাসান বা গ্রহনযোগ্য হাদীস বলার পরে তিনি পরবর্তীতে সে মত পরিবর্তন করে যঈফ (দুর্বল) হিসেবে সাব্যস্ত করেছেন।
যদিও হিসনুল মুসলিম শীর্ষক দুআর বইটিতে এই আমলটির কথা বলা হয়েছে। কিন্তু সঠিক কথা হল, সনদগতভাবে তা দুর্বল যেমনটি ইমাম আলবানী পরবর্তীতে মত পরিবর্তন করে তা দুর্বল হিসেবে সাব্যস্ত করেছেন।
তাই তা আমল না করাই উত্তম।
তবে সকাল-সন্ধ্যা, দিনে- রাতে যখন খুশি যতবার খুশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর প্রতি দুরুদ পাঠ করা বিশাল ফযীলতপূর্ণ কাজ এতে কোন সন্দেহ নেই।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
উত্তর : সকালে ও সন্ধ্যায় ১০ বার করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর প্রতি দুরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর শাফাআত লাভের হাদীসটির সনদে ইনকিতা বা বিচ্ছিন্নতা থাকার কারণে যঈফ (দুর্বল)।
শাইখ আলবানী রাহ..প্রথমে এ হাদীসটিকে হাসান বা গ্রহনযোগ্য হাদীস বলার পরে তিনি পরবর্তীতে সে মত পরিবর্তন করে যঈফ (দুর্বল) হিসেবে সাব্যস্ত করেছেন।
যদিও হিসনুল মুসলিম শীর্ষক দুআর বইটিতে এই আমলটির কথা বলা হয়েছে। কিন্তু সঠিক কথা হল, সনদগতভাবে তা দুর্বল যেমনটি ইমাম আলবানী পরবর্তীতে মত পরিবর্তন করে তা দুর্বল হিসেবে সাব্যস্ত করেছেন।
তাই তা আমল না করাই উত্তম।
তবে সকাল-সন্ধ্যা, দিনে- রাতে যখন খুশি যতবার খুশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর প্রতি দুরুদ পাঠ করা বিশাল ফযীলতপূর্ণ কাজ এতে কোন সন্দেহ নেই।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।