ওয়াহাব ইবন মুনাব্বিহ (রাহিমাহুল্লাহ) বলেন :
শোকর বলতে যদি বোঝো যে, তোমার ওপর আল্লাহর কোনো অনুগ্রহের কারণে তাঁর শুকরিয়া আদায় করছো, তাহলে সত্যিকারার্থে শোকর বলতে কিছুই নেই। বরং শোকর বলতে বোঝায়, তোমার ওপর তোমার রবের অগণিত নেয়ামত ও অনুগ্রহ রয়েছে তার স্বীকৃতি প্রদান। কেননা তোমার পক্ষে তাঁর শোকর ও প্রশংসা করে শেষ করা সম্ভব নয়।
— তামবীহুল মুগতাররীন, পৃ: ১৫৩
— সালাফদের আখলাক, শাইখ আহমাদ ফরীদ; আযান প্রকাশনী
শোকর বলতে যদি বোঝো যে, তোমার ওপর আল্লাহর কোনো অনুগ্রহের কারণে তাঁর শুকরিয়া আদায় করছো, তাহলে সত্যিকারার্থে শোকর বলতে কিছুই নেই। বরং শোকর বলতে বোঝায়, তোমার ওপর তোমার রবের অগণিত নেয়ামত ও অনুগ্রহ রয়েছে তার স্বীকৃতি প্রদান। কেননা তোমার পক্ষে তাঁর শোকর ও প্রশংসা করে শেষ করা সম্ভব নয়।
— তামবীহুল মুগতাররীন, পৃ: ১৫৩
— সালাফদের আখলাক, শাইখ আহমাদ ফরীদ; আযান প্রকাশনী