বিগত শতাব্দীর সৌদি আরবের অন্যতম শ্রেষ্ঠ ফাক্বীহ ও সাবেক প্রধান মুফতি শাইখুল ইসলাম ইমাম ‘আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২০ হি./১৯৯৯ খ্রি.] বলেছেন, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদের (তাওহীদ) দৃঢ়তা স্বীকার করে এবং আল্লাহর সাথে কোন কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে, যদিও সে যিনা করে এবং চুরি করে, এমনকি পিতা-মাতার প্রতি অবজ্ঞা, সুদ এর মতো অন্যান্য পাপ, মিথ্যা সাক্ষ্য প্রদান ইত্যাদি করে থাকে। কারণ তার বিষয়টি আল্লাহর কাছেই অর্পিত থাকবে। আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, যতটুকু শাস্তি পাওয়ার হক রাখে সে। আবার আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারেন। যদি সে অনুতপ্ত না হয়ে মারা যায়। আর যদি সে জাহান্নামে প্রবেশ করে এবং সেখানে তাকে শাস্তি দেওয়া হয়, তবুও সে সেখানে চিরকাল থাকবে না; বরং তাকে পবিত্র করার পর সেখান থেকে জান্নাতে নিয়ে আসা হবে।
– বিন বায ফাতাওয়া নূর আলা আদ-দার্ব; ৬/৫১
– বিন বায ফাতাওয়া নূর আলা আদ-দার্ব; ৬/৫১