• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য শাসক ব্যতীত কারো নিকট বায়াত সম্পর্কে সাবেক সৌদি গ্রান্ড মুফতি শাইখ বিন বায (রহ.) এর বক্তব্য

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,745
Credits
4,384
যুগশ্রেষ্ঠ আলেম শাইখ আব্দুল আযিয বিন বায রহিমাহুল্লাহ বলেন,

“আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহ ﷺ এর সুন্নাহ অনুসারে শাসক ব্যতীত আর কারো নিকট বাই'আত আছে এমন কিছু আমরা জানি না।”

তিনি আরো বলেন,
“মুসলমানদের জন্য তাদের শাসক ছাড়া অন্য কেউ অভিভাবক নয় তাই অন্য কারোর নিকট বাই'আতের প্রয়োজন নেই। আমি শরীয়ত থেকে যা জানি শাসক ছাড়া অন্য কারো নিকট বাই'আত জায়েজ নেই।”

সুফীদের বিদ'আতী বাই'আত সম্পর্কে তিনি বলেন আমরা এই বাই'আতের কোন ভিত্তি জানি না। তাদের একে অপরের প্রতি বাই'আতের বিষয়ে, আমি এর উৎস জানি না, এবং এটি সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ এই বাই'আত তাকে সবকিছুতে আনুগত্য করতে হবে[মনে হতে পারে] এমনকি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, তাই এটি এমন কিছু যা নিন্দনীয় এবং হারাম।

অতঃপর তিনি সকলকে শাসক ব্যতীত অন্যের নিকট বাই'আতের বিদ'আতী মানহাজটি পরিত্যাগ করার আহবান জানান।

বাই'আত সম্পর্কে শাইখ বিন বাযের বিস্তারিত ফতোয়া:-
حكم إعطاء البيعة لغير ولي الأمر
 
Last edited:
COMMENTS ARE BELOW
Threads
0
Comments
14
Reactions
4
Credits
18
দুঃখজনক হলেও সত্য আমরা আহলে হাদীসরাও এই একটিমাত্র সুষ্পষ্ট বিদাত থেকে বের হতে পারছিনা।আল্লাহ আমাদেরকে সালফে-সালেহীনদের মানহাজে জীবন পরিচালনার তৌফিক দিন........আমীন।
 
Top