সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Farhad Molla

শাসকের আনুগত্য

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
130
Comments
205
Solutions
1
Reactions
1,323
Credits
1,198
ইমামু আহলিস সুন্নাহ আহমাদ বিন হাম্বাল (রাহিমাহুল্লাহ) [মৃতঃ ২৪১ হি.] বলেছেনঃ

"যে ব্যক্তি, মুসলিমদের কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, যেই শাসকের ব্যাপারে জনগণ সম্মিলিত হয়েছে এবং তাকে শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছে,

আর সে যে পন্থায়ই শাসক হোক না কেন-সবাই তার প্রতি সম্মত থাকুক, ব্রা সে জোরপূর্বক ক্ষমতা দখল করুক -তার বিরুদ্ধে বিদ্রোহকারী ব্যক্তি মুসলিমদের ঐক্যের - লাঠি ভেঙে ফেলল এবং রাসুলুল্লাহ )ﷺ( থেকে বর্ণিত হাদীসের বিরোধিতা করল। এই বিদ্রোহকারী যদি এ অবস্থায় মারা যায়, তাহলে তার মৃত্যু জাহেলী মৃত্যু হিসেবে বিবেচিত হবে।

প্রকৃতপক্ষে শাসকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এবং শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো মানুষের জন্যই জায়েজ নয়। যে ব্যক্তি তা করে, সে সুন্নাহ ও সঠিক আদর্শ থেকে বিচ্যুত বিদ'আতী।"

শারহু উসুলি ই'তিক্বাদি আহলিস সুন্নাতি ওয়াল

জামা'আহ; আসার নং: ৩১৭; খণ্ড: ১; পৃষ্ঠা: ১৫৮
 
Top