একবার লোকমান হাকিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ‘আপনার হিকমত ও প্রজ্ঞার রহস্য কী?’
তিনি উত্তর দিলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আমি চাই না আর বেহুদা কথা ও অর্থহীন কাজ থেকে আমি দূরে থাকি।’ – আল ইহইয়া : ১২১/৩
– সংযত জবান সংহত জীবন, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন