উত্তর: ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা চাদর ব্যবহারে পৃথক কোন ফযীলত নেই। সুতরাং ভ্রান্ত আক্বীদার প্রসার বন্ধ করার জন্য কালেমা, আয়াতুল কুরসী বা কুরআনের অন্য কোন আয়াত লেখা চাদর লাশের উপর বা খাটিয়ার উপর রাখা হ’তে বিরত থাকা আবশ্যক। তাছাড়া এতে কালেমা বা কুরআনের আয়াতগুলি অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৮৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/১৬৮)।
উৎস : মাসিক আত-তাহরীক
উৎস : মাসিক আত-তাহরীক