«حُبُّ الْوَطَنِ مِنَ الإِيمَانِ»
“দেশপ্রেম ঈমানের অংশ ।”১৭৪
১৭৪ সিলসিলাতুল আহাদীসিয-যঈফাহ, আলবানী ( ১৪২০ হি.), ১/১১০, হা/৩৬: আল-আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.), ১/১৮০, হা/১৬৪।
১৭৪ সিলসিলাতুল আহাদীসিয-যঈফাহ, আলবানী ( ১৪২০ হি.), ১/১১০, হা/৩৬: আল-আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.), ১/১৮০, হা/১৬৪।
মুহাদ্দিসগণ এই হাদীসটিকে ভিত্তিহীন, বানোয়াট ও জাল বলে উল্লেখ করেছেন। হাদীসশাস্ত্রের কোনো গ্রন্থে এই হাদীসটির সনদ পাওয়া যায় না। কিন্তু এই কথাটিকে রাসূল (স) এর নাম দিয়ে ঈমানের অংশ হিসেবে প্রচার করা হয়। যা রাসূল (স) এর নামে মিথ্যাচার। ১৭৫
১৭৫ আল মাকাসিদ, যারকানী (১১২২ হি.), পৃ. ১৯৫, হা/৩৮৬; আল আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.) পৃ. ১০৯, হা/৪১৩।
১৭৫ আল মাকাসিদ, যারকানী (১১২২ হি.), পৃ. ১৯৫, হা/৩৮৬; আল আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.) পৃ. ১০৯, হা/৪১৩।
দেশপ্রেম একটি ভালো গুণ। নিজের দেশ তথা মাতৃভূমির প্রতি ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম নিজ দেশকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করে। তাই বলে দেশপ্রেমকে ঈমানের অংশ বানিয়ে প্রচার করা কিছুতেই ইসলামে গ্রহণযোগ্য নয়। এই কথাটিকে রাসূল (স) এর নামে চালিয়ে দেয়া হলো আরেকটি জঘন্য মিথ্যাচার। এমনকি এটাকে অনেকে হাদীস হিসেবে না বললেও আলিমগণের কথা হিসেবে প্রচার করতে চান যা সুস্পষ্ট ইসলামী দৃষ্টিভঙ্গির বিপরীত। তবে দেশ তথা মাতৃভূমির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা খুবই জরুরি বিষয় এবং ইচ্ছাকৃত দায়িত্বপালনে অবহেলা করা গুনাহের কাজ । দেশের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব সংক্রান্ত অনেক হাদীস রয়েছে। এটাকে ঈমানের অংশ হিসেবে প্রচলিত উপরিউক্ত হাদীসটি জাল, ভিত্তিহীন ও মিথ্যা ।
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস
ড. মোহাম্মদ ইমাম হোসাইন
ড. মোহাম্মদ ইমাম হোসাইন