• আসসালামু আলাইকুম, খুব শীঘ্রই আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন আপনারা প্রবেশ করতে পারবেন না। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সংশয় নিরসন রাসূল (স) এর নামে মিথ্যাচার।

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
771
Credits
427
«حُبُّ الْوَطَنِ مِنَ الإِيمَانِ»​
“দেশপ্রেম ঈমানের অংশ ।”১৭৪

১৭৪ সিলসিলাতুল আহাদীসিয-যঈফাহ, আলবানী ( ১৪২০ হি.), ১/১১০, হা/৩৬: আল-আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.), ১/১৮০, হা/১৬৪।​

মুহাদ্দিসগণ এই হাদীসটিকে ভিত্তিহীন, বানোয়াট ও জাল বলে উল্লেখ করেছেন। হাদীসশাস্ত্রের কোনো গ্রন্থে এই হাদীসটির সনদ পাওয়া যায় না। কিন্তু এই কথাটিকে রাসূল (স) এর নাম দিয়ে ঈমানের অংশ হিসেবে প্রচার করা হয়। যা রাসূল (স) এর নামে মিথ্যাচার। ১৭৫

১৭৫ আল মাকাসিদ, যারকানী (১১২২ হি.), পৃ. ১৯৫, হা/৩৮৬; আল আসরার, মুল্লা আলী ক্বারী (১০১৪ হি.) পৃ. ১০৯, হা/৪১৩।​

দেশপ্রেম একটি ভালো গুণ। নিজের দেশ তথা মাতৃভূমির প্রতি ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম নিজ দেশকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করে। তাই বলে দেশপ্রেমকে ঈমানের অংশ বানিয়ে প্রচার করা কিছুতেই ইসলামে গ্রহণযোগ্য নয়। এই কথাটিকে রাসূল (স) এর নামে চালিয়ে দেয়া হলো আরেকটি জঘন্য মিথ্যাচার। এমনকি এটাকে অনেকে হাদীস হিসেবে না বললেও আলিমগণের কথা হিসেবে প্রচার করতে চান যা সুস্পষ্ট ইসলামী দৃষ্টিভঙ্গির বিপরীত। তবে দেশ তথা মাতৃভূমির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা খুবই জরুরি বিষয় এবং ইচ্ছাকৃত দায়িত্বপালনে অবহেলা করা গুনাহের কাজ । দেশের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব সংক্রান্ত অনেক হাদীস রয়েছে। এটাকে ঈমানের অংশ হিসেবে প্রচলিত উপরিউক্ত হাদীসটি জাল, ভিত্তিহীন ও মিথ্যা ।​

সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস
ড. মোহাম্মদ ইমাম হোসাইন​
 
COMMENTS ARE BELOW

atia1911

Member

Threads
0
Comments
17
Reactions
7
Credits
14
বারকাল্লাহু ফীকুম। এমন বহু জাল ও বানোয়াট হাদিস সমাজে প্রচলিত। কিন্তু এব্যাপারে আমাদের সচেতনতা খুবই নগণ্য।
 
Top