উত্তর : পর্দার অন্তরাল থেকে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তা'আলা বলেন “মানুষের জন্য অসম্ভব যে, আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে অথবা এমন দূত প্রেরণ ছাড়া, যে দূত তাঁর অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে, তিনি সমুন্নত, প্রজ্ঞাবান' (সূরাহ আশ-শুরা : ৫১)। জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেন, ‘আল্লাহ পর্দার অন্তরাল ছাড়া কারো সাথে কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে তিনি (আলামে বারযাখে) সামনা সামনি হয়ে কথা বলেছেন...' (তিরমিজি, হা/৩০১০; ইবনে মাজাহ, হা/ ১৯০; মিশকাত, হা/ ৬২৩৭; সনদ সহীহ)
ফতওয়া সূত্রঃ প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৯৫ (আছ ছিরাত প্রকাশনী)
ফতওয়া সূত্রঃ প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৯৫ (আছ ছিরাত প্রকাশনী)