রমাদান

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,147
আলহামদুলিল্লাহ, আজ থেকে ক্বুরআন নাযিলের মাস শুরু। রমাদ্বান মাস পর্যন্ত পৌঁছতে পারা আল্লাহ সুবহা'নাহু তাআ'লার অনেক বড় একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। যে কোন নেয়ামত পেলে তার শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আল্লাহ সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। নেয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে, প্রাপ্ত নেয়ামতকে আল্লাহ তায়া'লার আনুগত্যের কাজে লাগানো। সুতরাং রমাদ্বানের নেয়ামতের বিপরীতে শুকরিয়া আদায় করার জন্য আবশ্যক হচ্ছে, রমাদ্বানকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা।

রমাদ্বানে যেই চারটি আমল বেশি করতে হয়ঃ
আল্লামাহ মুহাম্মদ বিন সালিহ আল-উসায়মিন রহি'মাহুল্লাহ বলেছেন,
“রমাদ্বান মাসে এই চারটি আমল বেশি বেশি করতে সচেষ্ট হও। এর মধ্যে দুইটি আমল আল্লাহর নিকট খুবই প্রিয় আর দুইটি আমল তোমার জন্য অত্যন্ত জরুরী।
যে দুইটি আমল আল্লাহর নিকট খুবই প্রিয় তার প্রথমটি হচ্ছে, "লা- ইলাহা ইল্লাল্লাহ" এই যিকির করা। আর দ্বিতীয়টি হচ্ছে, ইস্তিগফার করা।
যে দুইটি আমল তোমার জন্য খুবই জরুরী তার প্রথমটি হচ্ছে, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। আর দ্বিতীয়টি হচ্ছে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা।
এই দুআ করাকে তুমি খুব বেশি গুরুত্ব দাও।"
আদ-দিয়া আল-লামিহঃ ৩৬২।

সোর্স: তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও
 
Back
Top