রজব ও শা'বান মাসে
اللهم بارك لنا في رجب و شعبان و بلغنا رمضان
'আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান' মর্মে কোন দু'আ করা কতটুকু সঙ্গত তা আমাদের জানা দরকার। এ ধরনের কোন দু'আ সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত হয়নি যে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শা'বান মাসে এভাবে দু'আ করতেন বা করতে বলেছেন। তবে সালাফদের কেউ কেউ এভাবে দু'আ করেছেন প্রমাণিত হয়েছে। তাই যদি কেউ এ টেক্সটে দু'আ করতে চান তাহলে এতে কোন অসুবিধা নেই। জায়েয রয়েছে। কেননা দু'আর জন্য শর্ত নয় যে হুবহু হাদীসের ভাষায়ই দু'আ করতে হবে। আপনি আপনার নিজের ভাষায় দু'আ করতে পারবেন যতক্ষণ না সেটি কুরআন-হাদীসের কোন দু'আর সাথে সাংঘর্ষিক না হয়। উক্ত দু'আটির অর্থ-
اللهم بارك لنا في رجب و شعبان و بلغنا رمضان
"হে আল্লাহ! রজব মাস ও শা'বান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমাদান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দিন।" [মুসনাদ আহমাদ, প্রথম খণ্ড: ২৫৯, শু'আবুল ঈমান, ৩:৩৭৫]
[রেফারেন্স : শা'বান মাস এবং শবে বরাত বই থেকে; লেখক : ড. মুহাম্মাদ সাইফুল্লাহ; প্রকাশনায় : মাকতাবাত আলমুফলিহুন-Maktabat Al Muflihun, উত্তরা, ঢাকা।]
اللهم بارك لنا في رجب و شعبان و بلغنا رمضان
'আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান' মর্মে কোন দু'আ করা কতটুকু সঙ্গত তা আমাদের জানা দরকার। এ ধরনের কোন দু'আ সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত হয়নি যে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শা'বান মাসে এভাবে দু'আ করতেন বা করতে বলেছেন। তবে সালাফদের কেউ কেউ এভাবে দু'আ করেছেন প্রমাণিত হয়েছে। তাই যদি কেউ এ টেক্সটে দু'আ করতে চান তাহলে এতে কোন অসুবিধা নেই। জায়েয রয়েছে। কেননা দু'আর জন্য শর্ত নয় যে হুবহু হাদীসের ভাষায়ই দু'আ করতে হবে। আপনি আপনার নিজের ভাষায় দু'আ করতে পারবেন যতক্ষণ না সেটি কুরআন-হাদীসের কোন দু'আর সাথে সাংঘর্ষিক না হয়। উক্ত দু'আটির অর্থ-
اللهم بارك لنا في رجب و شعبان و بلغنا رمضان
"হে আল্লাহ! রজব মাস ও শা'বান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমাদান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দিন।" [মুসনাদ আহমাদ, প্রথম খণ্ড: ২৫৯, শু'আবুল ঈমান, ৩:৩৭৫]
[রেফারেন্স : শা'বান মাস এবং শবে বরাত বই থেকে; লেখক : ড. মুহাম্মাদ সাইফুল্লাহ; প্রকাশনায় : মাকতাবাত আলমুফলিহুন-Maktabat Al Muflihun, উত্তরা, ঢাকা।]