মানুষদেরকে অর্থ-কড়ি দান করা বা খাবার খাওয়ানোর মাধ্যমে সাহায্য করার চাইতে তাদের সাথে সুন্দর কথার মাধ্যমে উত্তম আচরণ করা বেশি পছন্দনীয়। লোকমান হাকীম যেমন তার ছেলেকে বলেছিলেন, ছেলে! তোমার কথা যেন সুন্দর হয়, মুখ যেন হাস্যোজ্জ্বল থাকে। তাহলে যারা মানুষদেরকে সোনা-রূপা দান করে, তাদের চাইতেও তুমি বেশি জনপ্রিয় হবে।
– হাফেয ইবন রজব (রাহিমাহুল্লাহ)
[মাজমুউর রাসাইল: ১/১০০]
– হাফেয ইবন রজব (রাহিমাহুল্লাহ)
[মাজমুউর রাসাইল: ১/১০০]
Last edited: