Mahmud ibn Shahidullah Knowledge Sharer ilm Seeker Q&A Master Salafi User Threads 520 Comments 533 Reactions 5,544 Credits 2,602 Dec 10, 2023 #1 যাকাতের জন্য আল্লাহ তা‘আলা যে আট শ্রেণীর কথা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, সেগুলো ছাড়া অন্য কোন খাতে যাকাত প্রদান করা জায়েয নয় (সূরাহ আত-তওবা : ৬০)। কেননা আল্লাহ তা‘আলা সূরা তওবার উক্ত আয়াতে إِنَّمَا অব্যয় দ্বারা যাকাত প্রদানের খাতকে আট শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ করেছেন (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৩৬৮)। সুতরাং যাকাতের অর্থ মসজিদ নির্মাণের কাজে খরচ করা যাবে না (ফাতাওয়া লাজনা দায়েমা, ১০ম খণ্ড, পৃ. ৩৯-৪০, প্রশ্নোত্তর নং-২৯০৯)। সূত্র: আল-ইখলাছ। Last edited: Dec 10, 2023
যাকাতের জন্য আল্লাহ তা‘আলা যে আট শ্রেণীর কথা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, সেগুলো ছাড়া অন্য কোন খাতে যাকাত প্রদান করা জায়েয নয় (সূরাহ আত-তওবা : ৬০)। কেননা আল্লাহ তা‘আলা সূরা তওবার উক্ত আয়াতে إِنَّمَا অব্যয় দ্বারা যাকাত প্রদানের খাতকে আট শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ করেছেন (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন নং-৩৬৮)। সুতরাং যাকাতের অর্থ মসজিদ নির্মাণের কাজে খরচ করা যাবে না (ফাতাওয়া লাজনা দায়েমা, ১০ম খণ্ড, পৃ. ৩৯-৪০, প্রশ্নোত্তর নং-২৯০৯)। সূত্র: আল-ইখলাছ।