যাকাতুল ফিতরের পরিমাণ হলো প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক সা' করে আদায় করতে হবে। আর সা' হচ্ছে চার মুদ্দ। আর এক সা' কত তা নিয়ে মতভেদ হয়েছে। মদীনার সা‘ অনুযায়ী তা প্রায় দুই কেজি চল্লিশ গ্রাম (২০৪০) বা দুই কেজি একশত বাহাত্তর গ্রাম (২১৭২)। আর কূফার সা' অনুযায়ী তা প্রায় তিন কিলো দুইশত একষট্টি গ্রাম (৩২৬১)। দেশের প্রচলিত মানব-খাদ্য থেকে, যেমন গম, খেজুর, চাল, কিসমিস অথবা পনির দ্বারা আদায় করতে হবে। [মু'জামু লাগাতিল ফুকাহা, পৃ-২৭০]
[উমদাতুল আহকাম (সবুজপত্র পাবলিকেশন), 'যাকাত' অধ্যায়]
[উমদাতুল আহকাম (সবুজপত্র পাবলিকেশন), 'যাকাত' অধ্যায়]