• আসসালামু আলাইকুম, খুব শীঘ্রই আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন আপনারা প্রবেশ করতে পারবেন না। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

আকিদা যত বিভ্রান্ত ফিরকা আছে, সবাই মূলত সাতটি মূলনীতির যেকোনো একটিতে বিভ্রান্ত হয়েছে

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,308
Credits
1,135

যত বিভ্রান্ত ফিরকা আছে, সবাই মূলত সাতটি মূলনীতির যেকোনো একটিতে বিভ্রান্ত হয়েছে


ইমাম আসবাহানী রহিমাহুল্লাহ বলেন:

যত বিভ্রান্ত ফিরকা আছে, সবাই মূলত নিম্নোক্ত সাতটি মূলনীতির যেকোনো একটিতে বিভ্রান্ত হয়েছে:
১) আল্লাহর সত্ত্বা-তে কথা বলা,
২) আল্লাহর সিফাতের ব্যাপারে কথা বলা,
৩) আল্লাহর কাজ নিয়ে কথা বলা,
৪) শাস্তির ব্যাপারে কথা বলা,
৫) ঈমানের সংজ্ঞার ব্যাপারে কথা বলা,
৬) কুরআনের বিষয়ে কথা বলা এবং
৭) ইমামতের ক্ষেত্রে বিভ্রান্তি।

তো:
ক) মুশাব্বিহা সম্প্রদায় (যারা আল্লাহর সত্ত্বাকে সৃষ্টির সাথে তুলনা করে) প্রথম মূলনীতিতে বিভ্রান্ত হয়েছে।
খ) জাহমিয়্যাহ সম্প্রদায় (যারা আল্লাহর সিফাতকে অস্বীকার ও তাবীল করে) আল্লাহর সিফাতে বিভ্রান্ত হয়েছে।
গ) ক্বদারিয়্যাহ সম্প্রদায় (যারা আল্লাহর কাজকে অস্বীকার করে) তৃতীয় মূলনীতিতে বিভ্রান্ত হয়েছে।
ঘ) খারেজীরা (আল্লাহর শাস্তি সাব্যস্ত করতে গিয়ে রহমতকে নাকচ করে যারা) চতুর্থ মূলনীতিতে বিভ্রান্ত হয়েছে।
ঙ) ঈমানের সংজ্ঞায় বিভ্রান্ত হয়েছে মুরজিয়া সম্প্রদায় (যারা বলে, আমল ঈমানের অংশ নয়)।
চ) মু'তাযিলারা কুরআনে বিভ্রান্ত হয়েছে (কুরআনকে তারা সৃষ্ট বলেছে)।
ছ) ইমামতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে রাফেযী সম্প্রদায় (তারা ইমামদের নিষ্পাপ ও গায়েবের অধিকারী ইত্যাদি বিশ্বাস রাখে)।


[টীকা: এই সাতটি হলো মূল দল। এরপরে যতগুলো এসেছে, সবগুলোই এদের থেকেই কাটছাঁট করেই এসেছে। যেমন, আশ'য়ারি, মাতুরিদী ইত্যাদি।]
 
COMMENTS ARE BELOW

Joynal Bin Tofajjal

Student Of Knowledge

Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Threads
344
Comments
479
Reactions
5,239
Credits
3,539
জাযাকাল্লাহু খাইরান
 
Top