ফেসবুক, হোয়াটসআ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মেয়েদের পরিপূর্ণ হিজাব পরিধান করা (মুখমণ্ডল ঢাকা) ছবি দেয়া নাজায়েজ না হলেও অনুচিত। কারণ তা নিষ্প্রয়োজনীয় এবং উপকার হীন। কেননা প্রোফাইলে ছবি দেয়ার উদ্দেশ্য যদি হয় পরিচিতি তাহলে তো এভাবে সম্পূর্ণ ঢাকা ছবি দেয়ায় সে উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। সুতরাং তা না দেয়াই ভালো।
আর স্যোশাল মিডিয়ায় মহিলাদের হিজাব পরা অথচ চেহারা খোলা ছবি ব্যবহার করা হারাম। কারণ তা তার নিজের জন্য যেমন ফেতনার কারণ তেমনি অন্যের জন্যও ফিতনার কারণ।
তাছাড়া খারাপ লোকেরা নানা অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে মেয়েদের চেহারা খোলা ছবি নানা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। সুতরাং তার নিজস্ব নিরাপত্তার স্বার্থেও এ থেকে বিরত থাকা জরুরি। আল্লাহু আলাম।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
আর স্যোশাল মিডিয়ায় মহিলাদের হিজাব পরা অথচ চেহারা খোলা ছবি ব্যবহার করা হারাম। কারণ তা তার নিজের জন্য যেমন ফেতনার কারণ তেমনি অন্যের জন্যও ফিতনার কারণ।
তাছাড়া খারাপ লোকেরা নানা অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে মেয়েদের চেহারা খোলা ছবি নানা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। সুতরাং তার নিজস্ব নিরাপত্তার স্বার্থেও এ থেকে বিরত থাকা জরুরি। আল্লাহু আলাম।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল