আসসালামু আলাইকুম,
আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
দাফনের পর মুনকার নাকীরের সওয়ালের জবাব দানের সময় যেন মৃত ব্যক্তি দৃঢ় থাকতে পারেন, সেজন্য ব্যক্তিগতভাবে সকলের দুআ করা উচিত। যেমন- 'আল্লা-হুম্মাগফির লাহু ওয়া ছাব্বিতহু'। অর্থ: হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং দৃঢ় রাখুন (আবু দাউদ, হা. ৩২২১; মিশকাত, হা. ১৩৩)। যদি কেউ হাদীসের দুআ বলতে সক্ষম না হয়, তাহলে মাতৃভাষায় মৃতের জন্য দুআ করা যাবে (বুখারী, 'জিযয়াহ' অধ্যায়, অনুচ্ছেদ ১১)