দাফনের পর মুনকার নাকীরের সওয়ালের জবাব দানের সময় যেন মৃত ব্যক্তি দৃঢ় থাকতে পারেন, সেজন্য ব্যক্তিগতভাবে সকলের দুআ করা উচিত। যেমন- 'আল্লা-হুম্মাগফির লাহু ওয়া ছাব্বিতহু'। অর্থ: হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন এবং দৃঢ় রাখুন (আবু দাউদ, হা. ৩২২১; মিশকাত, হা. ১৩৩)। যদি কেউ হাদীসের দুআ বলতে সক্ষম না হয়, তাহলে মাতৃভাষায় মৃতের জন্য দুআ করা যাবে (বুখারী, 'জিযয়াহ' অধ্যায়, অনুচ্ছেদ ১১)