• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মৃত্যু ও পরবর্তী মৃত্যুর পর যে আফসোস রয়েই যাবে

MD Rafin Rumman

Active member

Threads
14
Comments
26
Reactions
161
Credits
15
মৃত্যুর পর যে আফসোস রয়েই যাবে

১. যদি আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম! [৬:২৭]
২. হায়! যদি শিরক না করতাম [১৮:৪২]
৩. হায়! যদি মাটি হয়ে যেতে পারতাম [৭৮:৪০]
৪. হায়! পরকালের জন্য যদি অগ্রিম কিছু পাঠাতে পারতাম [৮৯:২৪]
৫. হায়! মৃত্যুই যদি সবকিছুর শেষ হত [৬৯:২৭]
৬. অমুককে যদি বন্ধু না বানাতাম। [২৫-২৮]
৭. যদি আমাদের বড়দের ও নেতাদের অনুসরণ না করতাম! [৩৩:৬৭]
৮. যদি আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হতাম! [৩৩:৬৬]
৯. যদি আমরা নিজেদের বিবেক-বুদ্ধিকে কাজে লাগাতাম। [৬৭:১০]
১০. যদি আল্লাহর স্বরণে মগ্ন থাকতাম। [৪৩:৩৬]
১১. যদি আমলনামা না দেয়া হত। [১৮:৪৯]
১২. যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। [৪৩:৩৮]
১৩. আমি যদি আমার হিসাব না জানতাম! [৬৯:২৬]
১৪. হায়! আমি যদি ঈমানদারদের সঙ্গী হতাম [৪:৭৩]
১৫. আমার ও দুষ্কর্মের মধ্যে যদি সুদূর ব্যবধান থাকতো! [৩:৩০]
১৬. আমরা যদি মুসলিম হতাম! [১৫:২]
 
Top