মূসা (আঃ) মাদায়েন থেকে মিসরের পথে যাত্রাকালে যে আগুন দেখেছিলেন তা মূলতঃ আল্লাহর নূর ছিল। আল্লাহ বলেন, ‘(স্মরণ কর) যখন মূসা তার পরিবারকে বলল, আমি একটা আগুন দেখেছি। সত্বর আমি সেখান থেকে তোমাদের জন্য (পথের) সন্ধান নিয়ে আসতে পারব। অথবা জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পার’। ‘অতঃপর যখন মূসা তার নিকটে উপস্থিত হ’ল, তখন গায়েবী আওয়ায হ’ল, বরকত মন্ডিত হ’ল সে, যে আগুনের নিকট এসেছে এবং যারা তার আশ-পাশে আছে। বস্ত্ততঃ বিশ্বপালক আল্লাহ মহা পবিত্র’ (নামল ২৭/৭-৮)।
আয়াতে ‘আগুন’ বলা হয়েছে মূসার বক্তব্য হিসাবে যা তিনি দূর থেকে প্রথমে ধারণা করেছিলেন। এখানে ‘আগুন’ অর্থ আলোক বা জ্যোতি। যাকে দূর থেকে মূসা (আঃ) আগুন ভেবেছিলেন। মূলতঃ এটি ছিল আল্লাহর নূর (কুরতুবী; ইবনু কাছীর ঐ আয়াতের তাফসীর দ্রষ্টব্য; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৬/৩৮৭ পৃ.)।
আত তাহরীক
আয়াতে ‘আগুন’ বলা হয়েছে মূসার বক্তব্য হিসাবে যা তিনি দূর থেকে প্রথমে ধারণা করেছিলেন। এখানে ‘আগুন’ অর্থ আলোক বা জ্যোতি। যাকে দূর থেকে মূসা (আঃ) আগুন ভেবেছিলেন। মূলতঃ এটি ছিল আল্লাহর নূর (কুরতুবী; ইবনু কাছীর ঐ আয়াতের তাফসীর দ্রষ্টব্য; ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৬/৩৮৭ পৃ.)।
আত তাহরীক