উত্তর : না। এমনকি শিল্পী ও ছবি নির্মাতাদের উপার্জনও বৈধ নয়। ইসলামে যা হারাম, তার ব্যবসাও হারাম, তাতে কোন প্রকার সহযোগিতা করে চাকরি করাও হারাম। শরী‘আত শুধু সূদকেই হারাম করেনি। বরং সূদখোর, সূদদাতা, সূদের লেখক এবং তার সাক্ষ্যদাতাকে একই অপরাধ হিসাবে গণ্য করেছে (সহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)।
মদের ব্যাপারেও স্পষ্ট বিধান হল- মদ হারাম, মদের ব্যবসাও হারাম। মদের বিক্রেতা, প্রস্তুতকারক, যার জন্য প্রস্তুত করা হয়, বাহক ও যার জন্য বহন করা হয় সকলকে আল্লাহ তা‘আলা অভিশাপ করেছেন (আবু দাঊদ, হা/৩৬৭৪, সনদ সহীহ)। অন্যত্র মদের মূল্য ভক্ষণকারীর উপরও আল্লাহ অভিশাপ করেছেন (ইবনু মাজাহ, হা/৩৩৮০; সনদ সহীহ)।
মদের ব্যাপারেও স্পষ্ট বিধান হল- মদ হারাম, মদের ব্যবসাও হারাম। মদের বিক্রেতা, প্রস্তুতকারক, যার জন্য প্রস্তুত করা হয়, বাহক ও যার জন্য বহন করা হয় সকলকে আল্লাহ তা‘আলা অভিশাপ করেছেন (আবু দাঊদ, হা/৩৬৭৪, সনদ সহীহ)। অন্যত্র মদের মূল্য ভক্ষণকারীর উপরও আল্লাহ অভিশাপ করেছেন (ইবনু মাজাহ, হা/৩৩৮০; সনদ সহীহ)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: