ইবনু আবিদ্দারদা (রাহিমাহুল্লাহ) বলেন, আমি হুযায়ফা আল-মার‘আশীকে জা‘ফর এর নিকট দেখলাম। জা‘ফর তাকে বললেন, হে আল্লাহর বান্দা! মুমিনের জন্য এটা শোভনীয় নয় যে, তাকে কোন কিছু আল্লাহ থেকে বিমুখ করে রাখবে। না দারিদ্র্য, না ধনাঢ্যতা, না সুস্থতা আর না কোন অসুস্থতা। হুযায়ফা তাকে বললেন, আমাদের মাঝে যদি দু’টি বৈশিষ্ট্য না থাকত! তিনি বললেন, সে দু’টি কী কী? হুযায়ফা বললেন, সুখের সময় আমরা যদি আল্লাহ তা‘আলাকে ভুলে না যেতাম ও কোন বিষয়ে দ্বীনের উপর আক্রমণ না করতাম!
[হিলইয়াতুল আওলিয়া, ৩য় খণ্ড, পৃ. ৪৮২]
[হিলইয়াতুল আওলিয়া, ৩য় খণ্ড, পৃ. ৪৮২]