ইয়াহইয়া বিন মুআজ (রাহিমাহুল্লাহ) বলেন, 'তুমি যদি নেককার হতে চাও, তবে মুমিনরা যেন তিনটি আচরণ তোমার কাছ থেকে অবশ্যই পায় :
১. যদি তাদের উপকার করতে না পারো, অন্তত অনিষ্টের কারণ হোয়ো না।
২. তাদের যদি খুশি করতে না-ই পারো, পেরেশানিতে ফেলো না।
৩. যদি তাদের প্রশংসা করতে না পারো, অন্তত নিন্দা কোরো না।
– তামবীহুল গাফিলিন : ১৭৮
– সংযত জবান সংহত জীবন, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
১. যদি তাদের উপকার করতে না পারো, অন্তত অনিষ্টের কারণ হোয়ো না।
২. তাদের যদি খুশি করতে না-ই পারো, পেরেশানিতে ফেলো না।
৩. যদি তাদের প্রশংসা করতে না পারো, অন্তত নিন্দা কোরো না।
– তামবীহুল গাফিলিন : ১৭৮
– সংযত জবান সংহত জীবন, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন