ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন,
মুত্তাকী হওয়ার জন্য এমন কোন শর্ত নেই যে, সে পাপ করতে পারবে না। অথবা সে ভুল কিংবা অপরাধ থেকে নিষ্পাপ। যদি এমন কোন শর্ত থাকতো তাহলে পুরো উম্মাহর মাঝে কেউই মুত্তাকী হতে পারতো না।
বরং মুত্তাকী তো সে, যে নিজের কৃত পাপ থেকে তওবা করে এবং পাপকে মিটিয়ে দেয় এমন নেক আমল করে।
[মিনহাজুস সুন্নাহ, ৭/৮২]
ইবনু হাযম আন্দালুসী (রহ.) বলেন:-
সৃষ্টজীবের কোনো কিছুই দোষ মুক্ত নয়। তবে সেই হলো সৌভাগ্যবান যার দোষ ত্রুটি কম।
[আখলাক, ওয়া সিয়ার, পৃষ্ঠা/৩৮]
মুত্তাকী হওয়ার জন্য এমন কোন শর্ত নেই যে, সে পাপ করতে পারবে না। অথবা সে ভুল কিংবা অপরাধ থেকে নিষ্পাপ। যদি এমন কোন শর্ত থাকতো তাহলে পুরো উম্মাহর মাঝে কেউই মুত্তাকী হতে পারতো না।
বরং মুত্তাকী তো সে, যে নিজের কৃত পাপ থেকে তওবা করে এবং পাপকে মিটিয়ে দেয় এমন নেক আমল করে।
[মিনহাজুস সুন্নাহ, ৭/৮২]
ইবনু হাযম আন্দালুসী (রহ.) বলেন:-
সৃষ্টজীবের কোনো কিছুই দোষ মুক্ত নয়। তবে সেই হলো সৌভাগ্যবান যার দোষ ত্রুটি কম।
[আখলাক, ওয়া সিয়ার, পৃষ্ঠা/৩৮]