মুত্তাকি (পরহেজগার, আল্লাহভীরু) ও অনুরূপ বান্দা হওয়ার জন্য এটা শর্ত নয় যে, তার দ্বারা কোনো পাপ সংঘটিত হওয়া যাবে না; এটাও শর্ত নয় যে, মুত্তাকিদেরকে নিষ্পাপ হতে হবে। ব্যাপারটি যদি এমনই হতো, তাহলে এই উম্মতের মধ্যে কোনো মুত্তাকিই থাকত না। বরং যে ব্যক্তি নিজের গুনাহ থেকে তওবা করে, সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি নিজের পাপগুলোকে মোচন করে দেয় এমন আমল সম্পাদন করে, সেও মুত্তাকিদের অন্তর্ভুক্ত।
— শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ (মৃ. ৭২৮ হি.)
[মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা ফি নাকদি কালামিশ শিয়াতিল কাদারিয়্যা, তাহকিক : মুহাম্মাদ রশাদ সালিম (রিয়াদ : ইমাম মুহাম্মাদ বিন সউদ ভার্সিটি, ১ম প্রকাশ, ১৪০৬ হি./১৯৮৬ খ্রি.), খ. ৭, পৃ. ৮২]