‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

মুতাররিফ বিন আব্দুল্লাহ (রহ.) এর দুআ

মুতাররিফ বিন আব্দুল্লাহ (রাহিমাহুল্লাহ) -এর দুআ ছিল :

“হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি সে গুনাহর জন্য, যে গুনাহ থেকে একবার তাওবা করার পরে আবার আমি সে গুনাহে লিপ্ত হয়েছি। আমি ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে সে প্রতিজ্ঞার জন্য, যে প্রতিজ্ঞা আমি আপনার নিকট করেছি, কিন্তু আমি তা পূরণ করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থনা করছি সে আমলের জন্য, যে আমলের ব্যাপারে আমার ধারণা ছিল যে, তা একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, কিন্তু আমার অন্তর তাতে অন্য কিছুর মিশ্রণ ঘটিয়েছে, যা আপনি জানেন।

— হিলইয়াতুল আউলিয়া : ২/২০৭, শুআবুল ঈমান : ৭১৬৭, ৭১৬৮
 

Share this page