বুদ্ধিমানদের উচিত, তারা যেন গুনাহের পরিণাম সম্পর্কে সতর্ক থাকে। কারণ, গুনাহর আগুন ছাইয়ের নিচে লুকিয়ে থাকা আগুনের মতো। দেখা না গেলেও যে কাউকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক সময় গুনাহের শাস্তি পৌঁছতে দেরি হয়; তার মানে এ নয় যে, তা ক্ষমা করে দেওয়া হয়েছে। হঠাৎ যেকোনো মুহূর্তেই তা এসে যেতে পারে। তা ছাড়া অনেক সময় গুনাহের আজাব দ্রুতই নেমে আসে। গুনাহের আগুন বড়ই ভয়ংকর। সাধারণ পানি এ আগুন নেভাতে পারে না। এ আগুন নেভাতে লাগে চোখের পানি। হ্যাঁ, একমাত্র তাওবাকারীর অশ্রুই এ আগুন নেভাতে পারে।
– সাইদুল খাতির : ২৬৭
– এসো তাওবার পথে, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন