আমীরুল মুমিনীন আলী রাদিআল্লাহু আনহু বলেন, 'মানুষ বাইশ বছরে পদার্পণ করলে তার লম্বা হওয়ার বয়স শেষ হয়ে যায় এবং আটাশ বছরে পৌঁছালে তাদের বুদ্ধিমত্তা থেমে যায়। তবে জীবনের শেষদিন পর্যন্ত অভিজ্ঞতা সঞ্চার করা যায়'।
- তামবীহুল মুগতাররীন, পৃষ্ঠা ১৫৮
- সালাফদের আখলাক, পৃষ্ঠা ৮৩; আযান প্রকাশনী
- তামবীহুল মুগতাররীন, পৃষ্ঠা ১৫৮
- সালাফদের আখলাক, পৃষ্ঠা ৮৩; আযান প্রকাশনী