‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বিশৃঙ্খলা মুক্ত জীবন যাপনের জন্য দ্রুতই যা করতে হবে

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
155
Comments
234
Solutions
1
Reactions
1,566
Credits
1,460
আল্লাহ্ আমাদের একজন ন্যায়নিষ্ঠ শাসক দিন,

ইমাম আল-জুওয়াইনী রাহিমাহুল্লাহ তাঁর "গিয়াসুল উমাম" গ্রন্থে - (পৃঃ ২৩- ২৪) বলেন,

"মানুষকে যদি এমন বিশৃঙ্খলার ওপর ছেড়ে রাখা হয়, যা তাদেরকে সত্যের উপর ঐক্যবদ্ধ করে না, তাদেরকে কোনো নৈতিকতা লঙ্ঘন বিচলিত করে না ও তা থেকে নিরত করে না এবং শতধা বিচ্ছিন্ন মানষগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে তাদের প্রবৃত্তিকে বিরত করে না, তবে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, লোকক্ষয় হবে, জনজীবন অতিষ্ঠ হবে এবং অত্যাচারী ও সাধারণ মানুষের মধ্যে হিংস্রতা দেখা দিবে তারা এদিকে সেদিকে ঝাঁপিয়ে পড়বে।"

এ জন্যই দ্রুত একজন শাসক আসা দরকার। যে কারণে সালাফে সালেহীন শাসকবিহীন এক রাত্রি যাপন থেকেও সাবধান করতেন।

প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিযাহুল্লাহ।
 

Share this page