বিয়ের করার আগে ভাবুন --- আপনি কেন আর কিসের জন্য বিয়ে করছেন!?
সুফিয়ান বিন উয়াইনার নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, 'হে আবূ মুহাম্মাদ! আমি আমার স্ত্রীর ব্যাপারে আপনার নিকট অভিযোগ জানাচ্ছি। আমি এখন তার নিকটে সবচেয়ে অপমান ও ঘৃণার পাত্র!' এ কথা শুনে সুফিয়ান কিছু সময় মাথা নামিয়ে থাকলেন। অতঃপর মাথা তুলে বললেন, 'সম্ভবতঃ তুমি সম্মান পাওয়ার লোভে তাকে পছন্দ করেছ?' সে বলল, 'আবূ মুহাম্মাদ! জী হ্যাঁ।'
তিনি বললেন, 'যে ব্যক্তি সম্মান খুঁজতে বিবাহ করে, অপমান তার প্রাপ্তি হয় এবং যে ব্যক্তি ধনী হওয়ার জন্য বিবাহ করে, দরিদ্রতা তার প্রাপ্তি হয়। আর যে ব্যক্তি দ্বীন খুঁজে বিবাহ করে, আল্লাহ তার জন্য দ্বীনের সাথে সম্মান ও ধনকে একত্রিত ক'রে দেন।' --- [হিলয়্যাতুল আওলিয়া ৭/২৮৯]
শাইখ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী হাফিঃ
সুফিয়ান বিন উয়াইনার নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, 'হে আবূ মুহাম্মাদ! আমি আমার স্ত্রীর ব্যাপারে আপনার নিকট অভিযোগ জানাচ্ছি। আমি এখন তার নিকটে সবচেয়ে অপমান ও ঘৃণার পাত্র!' এ কথা শুনে সুফিয়ান কিছু সময় মাথা নামিয়ে থাকলেন। অতঃপর মাথা তুলে বললেন, 'সম্ভবতঃ তুমি সম্মান পাওয়ার লোভে তাকে পছন্দ করেছ?' সে বলল, 'আবূ মুহাম্মাদ! জী হ্যাঁ।'
তিনি বললেন, 'যে ব্যক্তি সম্মান খুঁজতে বিবাহ করে, অপমান তার প্রাপ্তি হয় এবং যে ব্যক্তি ধনী হওয়ার জন্য বিবাহ করে, দরিদ্রতা তার প্রাপ্তি হয়। আর যে ব্যক্তি দ্বীন খুঁজে বিবাহ করে, আল্লাহ তার জন্য দ্বীনের সাথে সম্মান ও ধনকে একত্রিত ক'রে দেন।' --- [হিলয়্যাতুল আওলিয়া ৭/২৮৯]
শাইখ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী হাফিঃ