সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

বিবাহ ও দাম্পত্য বিবাহের পর সাথে সাথে কি সহবাস করা জরুরি ?

Threads
2
Comments
6
Reactions
15
Credits
61
উত্তর: বি‌য়ে হ‌লেই সা‌থে সা‌থে ‌যে বাসর বা সহবাস কর‌তে হ‌বে এটা জরু‌রি নয়। এটা পারষ্প‌রিক বোঝাপরার উপর নির্ভর ক‌রে। ক‌ম্প্রোমাইজ এর উপর নির্ভর ক‌রে। কারন অনেক সময় মান‌সিক, শা‌রি‌রিক ভা‌বে স্বামীর সমস্যা থাক‌তে পা‌রে। স্ত্রীর হা‌য়েজ জনীত কো‌নো সমস্যা থাক‌তে পারে, মান‌সিক কোনাে ‌টেনশন থাক‌তে পা‌রে।তো এই বিষয়টা পারষ্প‌রিক ক‌ম্প্রোমাইজ এর বিষয়। এ‌কে ওপর কে ব‌ুঝার বিষয়।

সুতরাং একে ওপ‌রের সা‌থে বু‌ঝে এবং পরাম‌র্শের মাধ্য‌মে এতে অগ্রসর হ‌বে। ত‌বে কো‌নো সমস্যা না থাকা স্ব‌ত্বেও য‌দি স্ত্রী সহবা‌সে বাধা দেয় তাহ‌লে সে গুনহাগার হ‌বে।এটা হা‌দি‌সে আছে।

- শাইখ আব্দুল্লাহ আল কাফী
 
Last edited by a moderator:
Top