‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

ফাযায়েলে আমল বিধবা ও মিসকীন সেবা ও সহযোগিতা করা

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
869
Comments
1,021
Reactions
9,736
Credits
4,384
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন :

বিধবা ও মিসকীনের জন্য চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের অথবা রাতে কিয়ামুল লাইল আদায়কারী ও দিনে সিয়াম পালনকারীর মতো। — বুখারী: ৫৩৫৩; মুসলিম: ২৯৮২

আপনি যদি গরীব মানুষের জন্য চেষ্টা করে ও তাদের সহযোগিতা করেন, তাহলে আপনি হাদীসে বর্ণিত ফযীলত অর্জন করতে সক্ষম হবে। যেমন আপনি গরীব ছাতুকে বই কিনে দিলেন বা খাতা কিনে দিলেন বা যে-কোনোভাবে সহযোগিতা করলেন। একইভাবে যে নারীর স্বামী মারা গেছে, তাকে যে-কোনোভাবে সহযোগিতা করলে, আপনি এই বিরাট সওয়াব অর্জন করতে পারবেন। আর এ কাজটি খুব কঠিন নয়। আপনি একটু খোঁজ নিলে দেখবেন, আপনার আশেপাশে ও আপনার আত্মীয়স্বজনের মাঝে অনেক বিধবা নারী পাবেন। আপনি তার কাছে গিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পেয়ে যাবেন এই বিরাট ফযীলত।

— যে আমলে হজ্জ ও কিয়ামুল লাইলের নেকি মিলে, উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 

Share this page