একটি আশ্চর্য্য হাদীস
রাসুলুল্লাহ ﷺ একদিন বললেনঃ-
তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন বিদ'আত তোমাদেরকে এমনভাবে ঘিরে নেবে যে এই বিদ'আত করতে করতে তোমাদের যুবকেরা বৃদ্ধ হবে,
আর এই বিদ'আত করতে করতে ছোটরা বড় হবে এবং মানুষ বিদ'আত কে সুন্নাত হিসাবে গ্রহন করবে।
"আর যদি কেউ এই বিদ'আত এর কিছু ত্যাগ করে,
তখন তাকে বলা হবে, 'তুমি কি একটি সুন্নাত ত্যাগ করলে’?
"সাহাবীগন (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ
''কখন এমনটা হবে?”
"রাসুলুল্লাহ ﷺ বললেনঃ যখন হক্কপন্থি আলিমদের মৃত্যু হয়ে যাবে, ক্বারিদের সংখ্যা বৃদ্ধি পাবে,
দ্বীনের বুঝ সম্পন্ন মানুষের সংখ্যা হবে খুবই অল্প,
নেতার সংখ্যা বাড়বে, বিশ্বস্ত মানুষ হবে খুবই কম।
দ্বীনের কাজের মধ্যে মানুষ দুনিয়ার লাভ খুঁজবে এবং দ্বীনি 'ইলম বাদ দিয়ে বাকি অন্যান্য জ্ঞান অন্বেষণ করা হবে |
[("সুনান আদ-দারেমি (১/৬৪), দুটি ভিন্ন সনদে, প্রথমটি সাহিহ এবং দ্বিতীয়টি হাসান, হাকিম (৪/৫১৪)]
রাসুলুল্লাহ ﷺ একদিন বললেনঃ-
তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন বিদ'আত তোমাদেরকে এমনভাবে ঘিরে নেবে যে এই বিদ'আত করতে করতে তোমাদের যুবকেরা বৃদ্ধ হবে,
আর এই বিদ'আত করতে করতে ছোটরা বড় হবে এবং মানুষ বিদ'আত কে সুন্নাত হিসাবে গ্রহন করবে।
"আর যদি কেউ এই বিদ'আত এর কিছু ত্যাগ করে,
তখন তাকে বলা হবে, 'তুমি কি একটি সুন্নাত ত্যাগ করলে’?
"সাহাবীগন (রাঃ) জিজ্ঞাসা করলেনঃ
''কখন এমনটা হবে?”
"রাসুলুল্লাহ ﷺ বললেনঃ যখন হক্কপন্থি আলিমদের মৃত্যু হয়ে যাবে, ক্বারিদের সংখ্যা বৃদ্ধি পাবে,
দ্বীনের বুঝ সম্পন্ন মানুষের সংখ্যা হবে খুবই অল্প,
নেতার সংখ্যা বাড়বে, বিশ্বস্ত মানুষ হবে খুবই কম।
দ্বীনের কাজের মধ্যে মানুষ দুনিয়ার লাভ খুঁজবে এবং দ্বীনি 'ইলম বাদ দিয়ে বাকি অন্যান্য জ্ঞান অন্বেষণ করা হবে |
[("সুনান আদ-দারেমি (১/৬৪), দুটি ভিন্ন সনদে, প্রথমটি সাহিহ এবং দ্বিতীয়টি হাসান, হাকিম (৪/৫১৪)]