ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ) কে বলা হয়েছিল, একজন ব্যক্তি নফল সালাত পড়ে, নফল সিয়াম রাখে ও ইতিকাফ করে। সে ব্যক্তি কি আপনার কাছে বেশি প্রিয়? না কি ওই ব্যক্তি বেশি প্রিয়, যে বিদআতিদের বিষয়ে কথা বলে ও তাদের সমালোচনা করে?
জবাবে ইমাম আহমাদ (রহঃ) বলেন, "সালাত ও ইতিকাফে শুধু নিজের লাভ। কিন্তু বিদআতিদের সমালোচনা করলে তো সকল মুসলিমের লাভ; সুতরাং এটাই বেশি উত্তম"
জবাবে ইমাম আহমাদ (রহঃ) বলেন, "সালাত ও ইতিকাফে শুধু নিজের লাভ। কিন্তু বিদআতিদের সমালোচনা করলে তো সকল মুসলিমের লাভ; সুতরাং এটাই বেশি উত্তম"
- মাজম'উল ফাতাওয়া, ২৮/২৩১