Active member
কাযী শুরাইহ (রহঃ) বলেন,ما أُصِيْبَ عبدٌ بمصيبة الا كان لله عليه فيها ثلاث نعم: ألا تكون كانت في دينه، وألا تكون أعظم مما كانت، وأنها لا بد كائنه فقد كانت، ‘বান্দা কোন বিপদে পড়েও আল্লাহর তিনটি নে‘মত পেয়ে থাকে: (১) বিপদটা তার দ্বীনী বিষয়ে আসেনি; (বরং দুনিয়াবী বিষয়ে এসেছে)। (২) যে বিপদ এসেছে, তার চেয়েও বড় বিপদ আসতে পারত। (৩) যে বিপদটা অবশ্যই আসত, তা এখনই ঘটে গেল (সামনে আর আসবে না)।ইবনুল ক্বাইয়িম, উদ্দাতুছ ছাবেরীন ওয়া যাখীরাতুশ শাকেরীন, পৃ. ১২৩।