ইয়াইয়া বিন মুআজ (রাহিমাহুল্লাহ) -কে প্রশ্ন করা হলো, 'বান্দা কখন সন্তুষ্টির স্তরে উপনীত হতে পারে?'
তিনি উত্তর দিলেন, ‘যখন বান্দা চারটি নীতির ওপর প্রতিষ্ঠিত হবে, তখন সে সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারবে। রবের সাথে তার আচরণনীতি এমনই হতে হবে। সে চারটি নীতি হলো :
ক. হে আল্লাহ, যদি আপনি আমাকে দান করেন, তবে আমি গ্রহণ করব।
খ. যদি আপনি আমাকে দান না করেন, তবে আপনার না দেওয়ার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট থাকব।
গ. যদি আপনি আমাকে বঞ্চিত করেন, তবুও আমি আপনার ইবাদত করে যাব।
ঘ. যদি আপনি আমাকে ডাকেন, তবে আমি সাড়া দেবো।
– মাদারিজুস সালিকিন : ২/১৭৩
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
তিনি উত্তর দিলেন, ‘যখন বান্দা চারটি নীতির ওপর প্রতিষ্ঠিত হবে, তখন সে সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারবে। রবের সাথে তার আচরণনীতি এমনই হতে হবে। সে চারটি নীতি হলো :
ক. হে আল্লাহ, যদি আপনি আমাকে দান করেন, তবে আমি গ্রহণ করব।
খ. যদি আপনি আমাকে দান না করেন, তবে আপনার না দেওয়ার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট থাকব।
গ. যদি আপনি আমাকে বঞ্চিত করেন, তবুও আমি আপনার ইবাদত করে যাব।
ঘ. যদি আপনি আমাকে ডাকেন, তবে আমি সাড়া দেবো।
– মাদারিজুস সালিকিন : ২/১৭৩
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন